ভরা বসন্তে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহওয়া দফতর (West Bengal Weather Update) । দীর্ঘদিন বৃষ্টি হয়নি । বসন্তের মনোরম আবহওয়ার পরিবর্তে বেলা বাড়লেই গুমোট গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর । বৃষ্টি হলে গুমটো গরম কাটবে বলে মনে করছেন আবহবিদরা । তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । দক্ষিণবঙ্গের ৬ জেলার বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ও বীরভূমে । আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, উত্তরের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার এবং বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। হাওয়া অফিসা জানিয়েছে, ছত্তিশগঢ় থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জন্যই বৃষ্টি হবে ।
মার্চের প্রথম সপ্তাহ থেকেই প্রবল গরমে কাহিল রাজ্যবাসী। একদিকে শুস্ক আবহাওয়া, অন্যদিকে, প্রবল ঘাম। ভোরে হালকা ঠান্ডা এবং বেলা বাড়লেই রোদের ছ্যাঁকায় নাজেহাল স্বাভাবিক জনজীবন। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে