ঘূর্ণিঝড় মোকার কোনও প্রভাব রাজ্যের উপর কার্যত নেই। বরং বাড়তে পারে গরম। প্রাথমিক পূর্বাভাসে ফের একথা জানিয়েদিল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে জানানো হয়েছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত, বলা যাচ্ছে না কোন পথে যাবে এই ঘূর্ণিঝড়। তবে প্রাথমিক ভাবে আবহাওয়াবিদদের ধারণা, ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে এই ঝড় যেতে পারে আন্দামানের দিকে। যদি এটা হয়, তা-হলে রাজ্যে ফের স্বাভাবিকের থেকে পাঁচ থেকে ছয় ডিগ্রি বাড়বে গরমের দাপট। ফের পুড়তে পারে পশ্চিমাঞ্চলের জেলা গুলি। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্র ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের উপরেও একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেটি রয়েছে সিকিম থেকে উত্তরাখণ্ড পর্যন্ত গিয়েছে। ফলে তার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী ১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই দাবি হাওয়া অফিসের।
এই অবস্থায় ফের গরম বাড়ার পূর্বাভাস থাকছে। মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ফের তাপমাত্র ৪০ পেরিয়ে যেতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। কলকাতাতে বাড়তে পারে স্বাভাবিকের থেকে তাপমাত্রা।