অগ্রহায়ণের শেষ সপ্তাহেই জাঁকিয়ে শীত বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারই বৃষ্টি শেষ। এরপরই কমবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন রাতেই তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নামতে পারে।
ঘূর্ণিঝড় মিগজাউম এখন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মাঝে এই নিম্নচাপই শীতের প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছিল। বৃহস্পতিবার এর প্রভাবে একাধিক জেলায় দিনভর বৃষ্টি হয়েছে। শুক্রবার সকালেও আকাশ মেঘলা। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা আরও ৪ ডিগ্রি নামতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির আশপাশে।
শনিবার থেকেই রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ শুরু হবে। তবে এবার ডিসেম্বর, জানুয়ারি মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা।