সোমবারের আগে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম (West Bengal Weather Update)। উত্তর ও দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বৃদ্ধি পাবে। তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, গঙ্গাসাগর থেকে দক্ষিণে একটি অক্ষরেখা তৈরি হয়েছে। ওড়িশার উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বাংলার দিকে এগিয়ে আসছে দুটি সিস্টেম। কিন্তু মন্থর গতি হওয়ায়, আপাতত রাজ্যে দেখা নেই বৃষ্টির (West Bengal Rainfall Prediction)। আপাতত রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সকাল ১১টার পর থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে বাগদায় ‘রঞ্জনের’ বাড়িতে তল্লাশি অভিযানে সিবিআই
শুক্রবার ভোরে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসষ গতকাল তাপমাত্রা তিন ডিগ্রি বেড়ে হয় ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।