ঘূর্ণিঝড়ের হাত থেকে এই যাত্রায় নিস্তার পেতে পারে পশ্চিমবঙ্গ। তবে গরমের হাত থেকে নিস্তার মিলবে না। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলভাগকে স্পর্শ না করে মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মোখার৷ তবে গরম আরও বাড়বে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই।
সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আন্দামানে ঝড় বৃষ্টি হতে পারে৷ তবে কলকাতা সহ পশ্চিমবঙ্গে গরম আরও বাড়বে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সেটি আরও বাড়বে। সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ।