জুন জুলাইজুড়ে বর্ষার যত ঘাটতি ছিল, সব যেন পুষিয়ে নিচ্ছে প্রকৃতি। শেষ ইনিংসে বাংলায় ঝোড়ো ব্যাটিং করছে বর্ষা। শুক্র থেকে টানা সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
শুক্রবার উত্তরবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বহু জেলায় রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। এদিকে আবার মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা রয়েছে বাংলার উপর। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে হিমালয়ের পাদদেশে ৮ থেকে ১০ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১০ ও ১৩ তারিখ অর্থাৎ শনিবার ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। ফের রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।