বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Low Depression) । ইতিমধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । এই মুহূর্তে গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে । নিম্নচাপের জেরে সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ (West Bengal Weather Update) । মাঝে মাঝেই ঝেঁপে বৃষ্টি নামছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি (Bengal Rain Forecast) হবে । উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া কলকাতা (Kolkata Rain), হাওড়ার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে । এছাড়া,দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া । দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে । মঙ্গলবার থেকে হাওয়ার গতিবেগ আরও কিছুটা বাড়তে পারে । সেইসঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়বে । ১১ অগাস্ট পর্যন্ত বৃষ্টি চলবে । ততদিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
আরও পড়ুন, Malda Crime News: স্বাধীনতা দিবসের আগে মালদা পুলিশের বড় সাফল্য, অস্ত্রসহ গ্রেফতার দুই দুষ্কৃতী
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । আগামী কয়েকদিন পার্বত্য, ডুয়ার্স ও সমতলের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । এদিকে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা মিটবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা ।