কলকাতা থেকে কার্যত বিদায় নিয়েছে শীত৷ লেপ, কম্বল, গরমজামা আলমারিতে ঢুকিয়ে ফেলার সময় এসে গিয়েছে। আবহাওয়া দফতর অন্তত তেমনই বলছে৷ তবে আগামী সপ্তাহে সামান্য পারদ পতনের সম্ভাবনা আছে৷ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গত কাল, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। অর্থাৎ, শীত কার্যত নেই৷ বাতাসে শিরশিরানি ভাবও প্রায় অমিল।
আগামিকাল, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দু'দিনই আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টি হবে না।
কলকাতা ও আশেপাশের অঞ্চলে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে৷ তবে জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। চিকিৎসকরা সতর্ক থাকতে বলেছেন প্রত্যেককে।