উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু । বর্ষা প্রবেশের পর থেকেই বৃষ্টিতে ভাসছে বিভিন্ন জেলা । কিন্তু, দক্ষিণের ছবিটা উল্টো । বৃষ্টি তো হচ্ছে, কিন্তু, তা বিক্ষিপ্ত, সামান্য । সেইসঙ্গে গরম বাড়ছে । আর্দ্রতাজনিত অস্বস্তিতে জেরবার রাজ্যবাসী (West Bengal Weather Update ) । আগামী কয়েকদিনও দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে তাপমাত্রা সামান্য বাড়বে। আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে । আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । অন্যদিকে, আগামী ৪৮ ঘণ্টা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে । মঙ্গলবার থেকে টানা তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ।
আরও পড়ুন, WB Panchayet ELection : পুনর্নির্বাচনের সুপারিশ BSF-এর, রবিবার স্ক্রুটিনির পরই সিদ্ধান্ত নেবে কমিশন
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি । এদিন, শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা । বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে ।