আজ পয়লা দিন। বাঙালির নববর্ষ। বছরের পয়লা দিনে ভরপুর প্ল্যান থাকে বঙ্গবাসীর। কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর, পয়লার আনন্দে কাঁটা হতে পারে বৈশাখের দাবদাহ। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থাকবে। সঙ্গে আরও বাড়বে তাপমাত্রা। শুষ্ক পশ্চিমি হাওয়া দিনভর অস্বস্তির কারণ হতে পারে।
তাই মিষ্টিমুখের দিন তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া অস্বস্তিকরই থাকবে। তবে স্বস্তি একটাই তাপপ্রবাহের পূর্বাভাস নেই। রবিবার তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি।
Football News : ব্রাজিলের তারকা কাকা-র ডিভোর্সের কারণ ছিল তাঁর পারফেকশন ! মুখ খুললেন প্রাক্তন স্ত্রী
নববর্ষের দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ সহ পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গবাসীর চাতকের মতো বৃষ্টির জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।