তীব্র গরমে রীতিমতো ফুটছে বাংলা। বিশেষ করে, দক্ষিণবঙ্গের অবস্থা ক্রমে বেড়ে চলা উষ্ণতা ও আর্দ্রতার কারণে রীতিমতো তথৈবচ। ইতিমধ্যেই, তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবারও রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে ৫ ডিগ্রি বেশি।
বুধবারও তাপমাত্রার দিক দিয়ে শীর্ষে রয়েছে পানাগড়। উষ্ণতার পারদ ৪২.৫ ডিগ্রি ছুঁয়েছে এখানে। এ ছাড়া রাঢ় বাংলার অন্যান্য জেলা বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রাও ছিল ৪০- ৪২ ডিগ্রির মধ্যে।
ব্যারাকপুরের তাপমাত্রা বুধবার ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতা লাগোয়া সল্টলেক, দমদমেও তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশ কিছুটা উপরে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গরম ও অস্বস্তি থাকবে উত্তরবঙ্গের নিচের তিনটি জেলা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে গরম, ঘাম, তীব্র অস্বস্তি সবই থাকবে।