ভরা বর্ষা । তার উপর নিম্নচাপ । মঙ্গলবার দুপুর হতেই কালো মেঘে ঢাকল শহর কলকাতার আকাশ (Kolkata Rain Update) । দুপুর বেলায় যেন নেমে এল সন্ধে । সেইসঙ্গে বৃষ্টিতে ভিজল শহরের বিস্তীর্ণ এলাকা । তীব্র গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলল শহরবাসী (Kolkata Weather Update) । কলকাতায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে । অন্যদিকে, গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে ।
হাওয়া অফিস পূর্বাভাস, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে । আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। সেটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যার জেরে বৃষ্টির দাপট বাড়বে জেলায় জেলায় ।
বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে । সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের । এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
আরও পড়ুন, Kolkata Child Trafficking News : খাস কলকাতায় শিশু পাচারচক্রের হদিশ, গ্রেফতার ৪
উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে । তবে, আগামী দুই দিন ভারী বৃষ্টি পূর্বাভাস নেই । বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ।
জুলাই মাস, ভরা বর্ষাকাল হলেও বৃষ্টির বেশ ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে । রাজ্যজুড়ে সেই ঘাটতির পরিমাণ আরও বেশি । যদিও, দুই-তিনদিনের নিম্নচাপের বৃষ্টি সেই ঘাটতি মেটাতে পারবে না বলে পূর্বাভাস হাওয়া অফিসের ।