নিম্নচাপের জেরে সোমবার থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। এর মধ্যেই আবহাওয়া (Weather Update) বদলের পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপ ক্রমশই দুর্বল হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। যার জেরে বৃহস্পতিবার থেকেই বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় ৭ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। তবে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন - রাজ্যের বিভিন্ন জেলার ৫৬ হাসপাতালে বেড বাড়ান হচ্ছে, নয়া পদক্ষেপ নবান্নের
এমনকি কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দুই-এক পশলা হালকা বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় যেমন আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি,দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে।