শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। রয়েছে ঘন কুয়াশা। হাওয়া অফিসের (Alipore Weather Office) পূর্বাভাস জানাচ্ছে, শীতের (Winter) বিদায় বেলায় একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে, বদল হবে আবহাওয়ায় (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার থেকে। সোমবারও চলবে বৃষ্টি।
উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। বরং দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে শনিবার থেকেই। শুষ্ক থাকবে আবহাওয়া। বরং চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়ার ফলে রবিবার থেকেই কলকাতা এবং সংলগ্ন অঞ্চল থেকে গায়েব হয়ে যাবে শীতের অনুভূতি।
আরও পড়ুন - আসানসোলে হোটেলে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুন দুষ্কৃতীদের, তদন্তে পুলিশ