রাজ্যে এখনও জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ ইতিমধ্যেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বঙ্গবাসী। সকাল হলেই শিশির ঘাষের ডগায়, হালকা কুয়াশা। আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কিছুদিন দুই বঙ্গেই থাকবে শুষ্ক আবহাওয়া৷ এদিকে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্নাবর্তের জেরে তৈরি হতে পারে নিম্নচাপ।
আরও পড়ুন: ভয়ঙ্কর ভূমিকম্পে ঘুমের মধ্যেই কেঁপে উঠল দিল্লিবাসী, উৎসস্থল নেপাল, মৃত অন্তত ৬
তবে রাজ্যে তার বিশেষ প্রভাব পড়বে না। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এর জেরে বড়সড় বদল দেখা যাবে। দার্জিলিং এবং কালিম্পং-এ ১১ তারিখ হালকা বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এখনই দেখা যাবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে সপ্তাহ শেষে নামতে পারে তাপমাত্রার পারদ।
আজ তিলোত্তমা এবং সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬-২৭ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি।