বাংলাজুড়ে শীতের আমেজ। কিন্তু জারি রয়েছে তাপমাত্রার খামখেয়ালিপনা। তবে বুধবার কিছুটা হলেও কমল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গেও আবহাওয়ার বিশেষ হেরফের দেখা যাবে না। তবে সকালের দিকে আর রাতে কুয়াশায় ঢাকতে পারে চারিপাশ। সকালে কুয়াশা তারপর আকাশ পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে রাজ্যের হাওয়ায় খানিক বদল আসবে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয়বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। বাড়বে তাপমাত্রা, এর জেরে বড়দিনে থাকবে না শীতের আমেজ।
বড়দিন কার্যত গরমে কাটবে বলেই আগেভাগে জানিয়েছে হাওয়া অফিস। ২৩শে ডিসেম্বর থেকেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। মালদহ, উত্তরদিনাজপুর সহ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা।