গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে (South Bengal) বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (West Bengal Weather Today) সারাদিন ভ্যাপসা গরম থাকবে। বিকেলের দিকে কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত (West Bengal Rain Forecast) হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিন বিশেষ কোনও পরিবর্তন হবে না। ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তীব্র গরমের দাপট একটু একটু করে কমবে বলে মনে করছে হাওয়া অফিস। রবিবার কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে।
আরও পড়ুন: পুজোয় উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান ? পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের
আবহাওয়া দফতর জানিয়েছে, সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে ৩ থেকে ৫টি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত এলাকায় এই ঘূর্ণাবর্তগুলির প্রভাব পড়তে পারে। এবার দুর্গাপুজোয় আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা আছে।