এপ্রিল মাসের শুরু থেকেই গুমোট গরমে জেরবার রাজ্যবাসী । যদিও, মাঝে দু-একদিনের বৃষ্টিতে অনেকটাই কমেছিল তাপমাত্রা । কিন্তু, বাংলা নববর্ষের আগে পারদ আরও চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বুধবার মেঘ-রোদের লুকোচুরি খেলা শহরজুড়ে । কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম । তবে, দক্ষিণের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । উত্তরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম । ইদের দিন শুষ্ক আবহাওয়া থাকবে । তবে, বর্জ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় । বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । দক্ষিণের জেলাগুলিতে আগামী দুই দিন পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে । অর্থাৎ নববর্ষে ভালই গরম থাকবে ।
উত্তববঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ইদের দিনেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা । মাঝে মাঝে রোদের দেখা মিলছে । বুধে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রির আশেপাশে । এদিন শহরে বৃষ্টির সম্ভাবনা কম ।