'মোকা'-র (Mocha) প্রভাব যে বাংলায় পড়ছে না, সেকথা আগেই জানিয়ে হাওয়া অফিস । মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের । এদিকে, রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আট জেলায় বইতে পারে লু । তার মধ্যে রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর । কলকাতায় (Kolkata) অস্বস্তিকর আবহাওয়া থাকবে ।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে । পারদ হবে নিম্নমুখী । পশ্চিমের জেলাগুলিতে ১১ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে । ১২ এবং ১৩ তারিখ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুরেও চলবে তাপ প্রবাহ । তবে, উপরের জেলা দার্জিলিং, জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আরও পড়ুন, Cyclone Mocha: 'মোকা'র জেরে অশান্ত আন্দামান, সতর্কতা জারি প্রশাসনের
বুধবার সকাল থেকেই রোদ ঝলমলে কলকাতার আকাশ । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ছে । সেইসঙ্গে থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি । উল্লেখ্য, বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা মোচার । বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন করবে বলে খবর ।