বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'হামুন'। বাংলাদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি । বাংলায় এর কতটা প্রভাব পড়বে ? কেমন থাকবে একাদশীর আবহাওয়া ? জানাল আলিপুর আবহাওয়া দফতর ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও দুই মেদিনীপুরে । বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে । অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে । বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টি হবে না । এদিকে, একটু একটু তাপমাত্রাও কমছে । বিশেষ করে রাতের দিকে একটা ঠান্ডা আমেজ অনুভূত হচ্ছে ।