ডিসেম্বর মাস পড়ে গিয়েছে । কিন্তু শীতের দেখা নেই । ভোরের দিকে হালকা আমেজ, তা আবার বেলা বাড়লেই উধাও । ডিসেম্বরেও দরদর করে ঘামতে হচ্ছে । ৮ ডিসেম্বর পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । ৯ তারিখের পর থেকে আবার ঠান্ডা পড়তে শুরু করবে ।
ঘূর্ণিঝড়ের প্রভাবেই আবহাওয়ার এমন খামখেয়ালিপনা । হাওয়া অফিস সূত্রে খবর, রবিবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মিগজাউম । মঙ্গলবার দুপুর অথবা বিকেলে তা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে । তবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কি বাংলায় পড়বে ? হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বাংলায় । তবে, তাপমাত্রা বাড়বে । ৬ এবং ৭ ডিসেম্বর দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হতে পারে কলকাতাতেও । তবেস ৯ তারিখের পর থেকে মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে । তারপরই শুরু হবে শীতের স্পেল ।
শনিবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । রবিবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এরপর ওই ঘূর্ণিঝড় দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে । পরে তা গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে এগোবে ।