বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল । সেইমতো ইদের (Eid) সকালেই বৃষ্টিতে ভিজল বিভিন্ন জেলা । বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Paragana),হুগলি (Hooghly),নদিয়া (Nadia)-র বেশ কয়েকটি এলাকায় । মঙ্গলবার অক্ষয় তৃতীয়া (Akshay Trithya) ও ইদের দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
এদিন, কলকাতায় সকাল থেকেই আকাশের মুখ ভার । কালো মেঘে ঢেকে গিয়েছে শহরের আকাশ । কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে । সারাদিনই আকাশ মেঘলা থাকবে । ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় । বৃষ্টির জেরে শহরের তাপমাত্রাও কমেছে । মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্প বাড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে । তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি । মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানে । বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া । কালবৈশাখীর পূর্বাভাস । বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে । বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের । উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।
বুধবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে । শুক্রবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে । আন্দামান সাগর পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বঙ্গোপসাগরে ঢুকতে পারে সেই নিম্নচাপ । আপাতত, এর অভিমুখ ওড়িশা উপকূলের দিকেই রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা ।