শীতের(Winter) পথে বাঁধা পশ্চিমী ঝঞ্ঝা । ফের চড়ছে পারদ । রবিবার, কলকাতার(Kolkata) তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি । এদিকে, শীতের আবহেই বাংলায় ফের বৃষ্টির(Rain) ভ্রুকুটি । সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Meteorological Department) ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে । সোমবার দক্ষিণবঙ্গ ও মঙ্গলবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । অন্যদিকে, বুধ থেকে শুক্র বৃষ্টি হতে পারে কলকাতায় । আবার, উত্তরবঙ্গে শিলাবৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে । ভোরের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট ।
আরও পড়ুন, Rain Forecast: মকর সংক্রান্তিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার খামখেয়ালিপনায় চাষিদের মাথায় হাত
নতুন বছরের শুরু থেকে কনকনে শীত উপভোগ করতে শুরু করে রাজ্যবাসী । কিন্তু, কয়েকদিন যেতে না যেতেই ফের উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা । আবহাওয়ার খামখেয়ালিপনা এরকম চলতে থাকলে, শীতকালের বাকি দিন বেঁচে থাকবে শুধুমাত্র ক্যালেন্ডারের পাতাতেই ।