শীতের বিদায়বেলায় রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। শনিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যের (West Bengal Weather) বিভিন্ন জেলায়। হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, রবিবার ফের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অসময়ে এই বৃষ্টির জেরে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। যার জেরে গলদঘর্ম পরিস্থিতি তৈরি হবে রাজ্যে।
শীতের বিদায়বেলায় হালকা শীতল হাওয়ায় বসন্ত উপভোগ করে রাজ্যবাসী। তবে, হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে ঘূর্ণাবর্ত। যার জেরেই গত দু'দিন ধরে মেঘলা রয়েছে আকাশ। এমন কী এই ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যে বসন্তের আগেই বর্ষা এসে হাজির হয়েছে।
আরও পড়ুন- অ্য়াডিনো ভাইরাস মোকাবিলায় এবার নির্দেশিকা জারি রাজ্যের স্বাস্থ্য দফতরের
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, তিন থেকে চার দিনের মধ্যে ৩২ থেকে ৩৩ ডিগ্রিতে পৌঁছে যাবে শহরের তাপমাত্রা। রাতের তাপমাত্রাও বেড়ে ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। বৃষ্টির সম্ভবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে।