লাগাতার বৃষ্টি, দুর্যোগের পর শনিবার সকাল থেকে কলকাতার আকাশে রোদের দেখা মিলল। আপাতত সকাল থেকে ভারী বৃষ্টির দেখা নেই৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে হাওয়া বদল শুরু হয়েছে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এখনই পুরোপুরি বৃষ্টি বিদেয় নিচ্ছে না৷ কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
এদিকে কদিনের আবহাওয়ার উন্নতিতে বিশেষ খুশির কারণ নেই। হাওয়া অফিসের আগাম বার্তা, পুজোতেও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। তাপমাত্রা বাড়বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে৷ এছাড়াও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি তো আছেই।
তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে গোটা রাজ্যে। নিম্নচাপ শক্তি হারাতেই, পুজোর আগে শেষ বেলায় আকাশে রোদের দেখা মিলেছে। অক্টোবরের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। পুজো কাটিয়ে তবেই বাংলা থেকে বিদায় নেবে বর্ষা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।