গত সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে শীতের আমেজ পড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক। দিনের বেলা তাপমাত্রা বাড়লেও রাত বাড়লে, কমছে তাপমাত্রা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে ভোরে কুয়াশা থাকার সম্ভাবনাও আছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়বে। তবে এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতল অনুভূতি চলে গিয়ে গরম অনুভূত হচ্ছে। বাড়ছে সূর্যের তেজও। কিন্তু বিকেল নামতেই ফের শিরশিরানি ঠান্ডার অনুভূতি বাড়ছে। আবহাওয়া দফতর মনে করছে, এরপর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ টের পাওয়া যাবে। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তুরে হাওয়ার দাপটে শীত অনুভূত হবে।
কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ পাবেন শহরবাসী।