Amrit Bharat : সাধ সাধ্যের মেল বন্ধন, কী কী সুযোগ, সুবিধা রয়েছে নতুন ট্রেন অমৃত ভারতে? ভাড়াই বা কত?

Updated : Dec 30, 2023 18:36
|
Editorji News Desk

নতুন বছরের আগেই সাধারণ যাত্রীদের জন্য আরও একটি নতুন প্রযুক্তিযুক্ত স্লিপার ট্রেন উপহার দিল ভারতীয় রেল, যার নাম অমৃত ভারত। মালদা থেকে এই ট্রেন ছেড়েছে আজ, অযোধ্যায় ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী কী সুবিধা মিলবে এই ট্রেনে? 


গতি : সাধারণ ট্রেনের থেকে ১১০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটবে অমৃত ভারত।  


দূরত্ব: এটি মূলত একটি নন এসি স্লিপার ট্রেন। ৮০০ কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থিত দুটি শহরের মধ্যে চলবে এই ট্রেন। 


সময় : মূলত সূর্য ডোবার পরেই ছুটবে অমৃত ভারত।  


ভাড়া: ৫০ কিমি অবধি এই সুসজ্জিত ট্রেনের ভাড়া হবে মাত্র ৩৫ টাকা, এরপর দূরত্ব অনুযায়ী ভাড়া বাড়তে থাকবে। 


কী কী সুবিধা?


থাকবে চার্জিং পয়েন্ট, যাত্রীদের ঝাঁকুনি কম হবে। স্লাইডিং ডোর, ডিজাস্টার ম্যানেজমেন্ট লাইট, ইলেকট্রিক্যাল কিউবিকল সবই থাকবে।  

 

উল্লেখ্য, ভারতবাসী একাধিক সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেন উপহার পেয়েছে। এই ট্রেনের আরামদায়ক যাত্রা, খাবার, গতি ,সাজ সজ্জা বারংবার প্রশংসিত হয়েছে।  কিন্তু, সাধ সাধ্যের মেলবন্ধন হওয়া খানিক সমস্যাজনক ছিল সাধারণ মানুষের জন্য। 

Amrit Bharat Express

Recommended For You

editorji | লোকাল

Tiger Jamuna : এ যেন এক দুজে কে লিয়ে, বাঘিনী জিনাতকে খুঁজতেই কি এবার বাংলায় যমুনা ?

editorji | লোকাল

Ganga Sagar 2025 : গঙ্গাসাগরে গিয়ে কী দেখবেন ? কী খাবেন? কোথায় থাকবেন? রইল হদিশ

editorji | লোকাল

2025 long Weekends List: ২০২৫ সালে লম্বা উইকেন্ডের ছড়াছড়ি! জানেন তো?

editorji | লোকাল

Free Wi-Fi On Flights : নিউ ইয়ারে নতুন উপহার, মাঝ আকাশেই হোয়াটসঅ্যাপ কল করা যাবে

editorji | লোকাল

Gangasagar Mela Security: ভিড়ে ঢুকে পড়তে পারে জঙ্গি, গঙ্গাসাগরে অনুপ্রবেশের ছক, সতর্ক রাজ্য প্রশাসন