সন্দেশখালির ঘটনা সাজানো। গত শনিবার সামনে আসা এক ভাইরাল ভিডিওতে এই দাবি করেছিলেন সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। সেই ভিডিও শনিবার সামনে আসার পর তোলপাড়া হয় রাজ্য রাজনীতি। মঙ্গলবার আদালতে ঢোকার আগে সন্দেশখালির ঘটনায় গ্রেফতার শাহজাহান শেখের দাবি, এই ভিডিও ফেক নয়, আসল।
গত শনিবার ভাইরাল হয় সন্দেশখালি নিয়ে একটি ভিডিও। যেখানে সন্দেশখালি- দুই ব্লকের বিজেপির মণ্ডল সভাপতির দাবিতে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ওই ভিডিওতে গঙ্গাধরের মুখে শোনা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম।
পরবর্তী সময় এই ভিডিওকে ফেক বলেই দাবি করেছে বিজেপি এবং গঙ্গাধর। যদিও বিজেপির এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার রাজ্যে প্রচারে এসে সন্দেশখালি প্রসঙ্গ তুললেও স্টিং অপারেশনকে কৌশলগত ভাবে এড়িয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও, সন্দেশখালির মতো চক্রান্ত করে তা ফাঁস করা হবে বলে দাবি করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।