এবারের লোকসভার ভোটে কী হবে বসিরহাটের ফল ? সন্দেশখালি পরবর্তী সময়ে উত্তর ২৪ পরগনার এই আসনকে কেন্দ্র করে সবার নজর। শুক্রবার সন্দেশখালিতে গিয়ে বিজেপি পাত্রী রেখা পাত্রের সঙ্গে প্রচার করছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করেছেন, জুন মাসের চার তারিখ এই অঞ্চলে তৃণমূলের সব দাপট শেষ হয়ে যাবে।
কিন্তু শুভেন্দুর এই দাবিকে এবার উড়িয়ে দিলেন একজন। তিনি ওই এলাকায় একসময়ের বেতাজ বাদশা শাহজাহান শেখ। এদিন ফের তাকে পেশ করা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে। আদালত থেকে বেরনোর সময় শাহজাহানের দাবি, এবারও বসিরহাটে রেখা পাত্রের হার নিশ্চিত। বসিরহাটে তিন লক্ষের বেশি ভোটে জিতবে তৃণমূল।
১ জুন রাজ্যের শেষ দফায় ভোট হবে বসিরহাটে। নুসরত জাহানের বদলে এই কেন্দ্রে প্রার্থী হিসাবে হাজি নুরুলকে ফিরিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির গৃহবধূ রেখা পাত্রকে। সিপিএমের বাজির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। কিন্তু ভোটের আগে বসিরহাটের ফল নিয়ে শাহজাহানের এই দাবিকে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল।
পাঁচ বছর আগে ভোট ময়দানে এই শাহজাহানের হাত ধরেই বৈতরণী পার করেছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত জাহান। বসিরহাট কেন্দ্র থেকে সাড়ে তিন লাখের বেশি ভোটে জিতে সংসদে গিয়েছিলেন তিনি। এবার নুসরতও প্রাক্তন। আপাতত জেলে শাহজাহান।