ইতিমধ্যেই প্রকাশিত রাজ্যের তিন বড় পরীক্ষার ফলাফল। এবার শুরু হবে কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া। জাতীয় শিক্ষানীতি মেনে তিন বছরের বদলে চার বছরের স্নাতক পাঠক্রম চালু নিয়ে চলছিল আলোচনা৷ চলতি বছর থেকেই কি তা লাগু হচ্ছে? কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমেই কি এবার ভর্তি? প্রশ্নের উত্তরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এই দুই সিদ্ধান্তই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর নেবেন। এর জন্য সপ্তাহ খানেক সময় চেয়ে নিয়েছেন শিক্ষামন্ত্রী। এর সঙ্গে পরিকাঠামোগত দিক জড়িয়ে রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি মেনে দেশের বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে চার বছরের স্নাতক পাঠক্রম চালু হয়েছে। রাজ্যে সেন্ট জেভিয়ার্সে এই নিয়ম মেনেই স্নাতক পড়ানো হয়। বিভিন্ন উপাচার্যদের নিয়ে কমিটি গঠনের পর সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে।