বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ তিনি ফ্ল্যাট কিনেছেন সেই টাকায়, যদিও বুধবারই সাংবাদিক বৈঠকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি না জেনে কোনও মন্তব্য তিনি করতে চান না। তবে কোনও কিছু প্রমাণ না হওয়া অবধি কাউকে দোষী বলাও যায় না।
Javed Akhtar: শাবানাকে চুমু খাচ্ছেন ধর্মেন্দ্র, স্ত্রীকে দেখে জাভেদ আখতারের প্রতিক্রিয়া কী ?
নুসরতের বিষয়ে এদিন সাংবাদিকরা প্রশ্ন করলে মমতা বলেন, “আমি এ ব্যাপারে না জেনে কিছু বলব না। কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। কিন্তু প্রমাণ হওয়ার আগেই মিডিয়া ট্রায়াল করা হচ্ছে।” তবে অভিযোগ প্রমাণ হলে আইনের পথে যাওয়ার কথাও বলেছেন তিনি।