এই প্রথমবার সিবিআইয়ের বিরুদ্ধে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee on CBI)। সোমবার আলিপুর আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ষড়যন্ত্রের সংজ্ঞা কী। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল আলিপুর আদালতে(Alipore Court)। শুনানি চলাকালীন সেখানেই প্রাক্তন শিক্ষামন্ত্রী জানতে চান, বৃহত্তর ষড়যন্ত্র বলতে সিবিআই(Partha on CBI) ঠিক কী বোঝাতে চাইছে। পাশাপাশি, তাঁর আরও দাবি, তিনি কোনও কমিটির সঙ্গে কখনও বৈঠক করেননি।
এদিন সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল আদালত চত্বরে। সকালেই একে একে গাড়ি থেকে নামানো হয় পার্থ-সুবীরেশ সহ নিয়োগ দুর্নীতিতে(SSC Scam) অভিযুক্তদের। বরাবরের মতো এদিনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI on Partha) দাবি করে, শিক্ষক নিয়োগ দুর্নীতির নীল নকশা ঠিক করেন উপদেষ্টা কমিটি। যার মাথায় ছিলেন বর্তমানে জেলবন্দি শান্তিপ্রসাদ-অশোক সরকাররা। সেই নকশা অনুযায়ী কাজ করছিলেন সুবীরেশ-কল্যাণময়রা। কিন্তু এঁদের মাথায় যার হাত ছিল, সেই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee is in Alipore Court)। তাঁর নির্দেশেই 'বেআইনি' উপদেষ্টা কমিটি গড়ে ওঠে। ফলে সবটাই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জানাবোঝার মধ্যেই ছিল বলে অভিযোগ সিবিআইয়ের(CBI on SSC Scam)।
আরও পড়ুন- Calcutta Medical College : আরও জটিল মেডিক্যাল কলেজের পরিস্থিতি, গুরুতর অসুস্থ এক পড়ুুয়া
সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাশাপাশি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকেও(Subiresh Bhattacharya is in Alipore Court) হাজির করানো হয় আদালতে। তাঁর বিরুদ্ধেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা(CBI)। এদিন সুবীরেশকে ফের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI on Partha Chatterjee)।