আকাশছোঁয়া দাম পোস্তর। তাই বাঙালির পাতে সস্তায় পোস্ত পৌঁছে দিতে পোস্ত চাষের অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ভারত-সহ গোটা বিশ্বে পোস্ত চাষের উপর সরকারি নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু কেন এই নিয়ন্ত্রণ?
আসলে পোস্তদানা একপ্রকার ফলের বীজ। যে বীজ থেকে তৈরি করা হয় নেশাজাত দ্রব্য আফিম। এমনকী এই ফল থেকে নিঃসৃত হয় একপ্রকার আঠালো তরল। যার নাম ল্যাটেক্স গাম। এই গাম থেকে তৈরি হয় বিভিন্ন রকমের ওষুধ। এছাড়াও তৈরি হয় মাদক এমনকী হেরোইনও তৈরি হতে পারে এই তরল দিয়ে।
আরও পড়ুন - বকেয়া ডিএ নিয়ে কর্মবিরতি, আন্দোলন প্রত্যাহারের আবেদন রাজ্যপালের
এই কারণেই গোটা বিশ্বে পোস্ত চাষ নিয়ন্ত্রণ করা হয়। ভারতে ১৯৮৫ সালের নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন মেনে পোস্ত চাষ নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে ভারতের মাত্র তিনটি রাজ্যের পোস্ত চাষের অনুমোদন রয়েছে।