বর্ষার মেঘ দেখলেই বুক কাঁপে ঝাড়গ্রামের মানুষের। বিশেষ করে যাঁদের বাড়ি সুর্বণরেখা নদীর পাশে। ফি বছর বন্যা জলে ভেসে যায় তাঁদের ঘরবাড়ি। এমনই একটি গ্রাম গড়ধরা। সাঁকরাইল ব্লকের এই গ্রামের সমস্যা আবার অন্য। এখানে পাড় ভাঙে প্রতি বছর। আর গ্রাম চলে যায় খালের গর্ভে।
এই গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে বাসি খাল। সেই খালের পেটেই একটু একটু করে জমছে গড়ধরার বাড়ি-ঘর। চলে যাচ্ছে চাষের জমি। প্রত্যেক বছর একই ঘটনায় বিরক্ত গ্রামবাসীরা। সদ্য পঞ্চায়েত ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দলের লোকেরা এসে ঘুরে গিয়েছেন। কিন্তু ভোট মিটতেই সেই আগের মতো।
২০০৭ সালে একবার বন্যায় প্রায় সব বাড়ি ভেসে গিয়েছিল বন্যায়। যে গুটি কতক আছে, তাদের এখন গিলে খাচ্ছে বাসি খাল। প্রশাসনকে বলেও কিছু হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ জানিয়েছেন, তিনি ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল। গ্রামবাসিদের নিরাপত্তার ব্যবস্থা করছে প্রশাসন।