এই লোকসভা নির্বাচনের আবহে অন্যতম গুরুত্বপূর্ণ নাম নওশাদ সিদ্দিকি। প্রথম বার সর্বভারতীয় ভোটের ময়দানে লড়তে চলেছে তাঁর দল ISF। রাজনীতিতে খুব অল্প দিনেই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নওশাদের দল। প্রথম ময়দানে নেমেই ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার হুঙ্কার দিয়েছিলেন তিনি। পরে যদিও সেই সমীকরণ অনেক বদলে যায়।
Rohit Sharma-IPL 24: মাত্র ৮ রান করেই, কোহলিকে টপকে গেলেন রোহিত! দিল্লির বিরুদ্ধে নয়া রেকর্ড হিটম্যানের
তা ফুরফুরার মোস্ট এলিজেবল ব্যাচেলার নওশাদ বিয়ে-শাদি কবে করছেন? সম্প্রতি, সংবাদ প্রতিদিনের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে ভাঙড়ের বিধায়ক জানান, তাঁর বাড়িতে এখন একটাই চিন্তা, নওশাদের বিয়ে। বাড়ি থেকে জোরদার জোরাজুরি চলছে। তাহলে কি প্রেম করছেন ISF বিধায়ক? এর উত্তরে, এক গাল লাজুক হেসে তিনি জানান, ‘সেরকম কোনও ব্যাপার নেই’ । তবে সময়ের সঙ্গে বিয়েটা হয়েই যাবে বলে জানান তিনি। বাড়ি থেকে জোরদার পাত্রী খোঁজাও চলছে বলে ইঙ্গিত দিয়েছেন নওশাদ।