কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং ? এখনও কোনও স্পষ্ট ছবি দিতে পারেনি আবহাওয়া দফতর। তবে ঝুঁকি নিচ্ছে না নবান্ন। ঘূর্ণিঝড় বাংলায় আসার আগেই প্রস্তুতি শুরুর নির্দেশ দেওয়া হল। শুক্রবার নবান্নে এক জরুরি বৈঠকে উপকূলবর্তী জেলাগুলিতে বিপর্যয় মোকাবিলাকে দলকে এখন থেকেই কাজ শুরু করে দিতে বলা হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই বলা হয়েছে, ১৫টি এনডিআরএফ এবং ২০টি এসডিআরএফ টিমকে তৈরি রাখতে।
বৃহস্পতিবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়েই ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ইতিমধ্যেই নবান্নের ছুটি বাতিল করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, কালীপুজোর দিনেই বাংলায় বইতে পারে এই ঘূর্ণিঝড়। ২৪ এবং ২৫ তারিখ অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে আবহাওয়াবিদদের দাবি, এই ঝড় দক্ষিণ ২৪ পরগনা ছুঁয়ে বাংলাদেশের দিকেও বাঁক খেতে পারে।
ফলে এই সম্ভাবনার মুখে দাঁড়িয়ে এখন থেকে প্রস্তুত রাজ্য। সতর্ক করা হয়েছে সেচ দফতরকে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে আগে থেকে নিষেধ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক অঞ্চলে এখন থেকেই শুরু হয়েছে মাইকিং।