তাঁর স্বামী এত সম্পত্তি, তিনি কোনও দিন জানতে না। শনিবার নিয়োগ দুর্নীতি ঘটনায় প্রথমবার মুখ খুলে এই দাবি করেছেন হুগলি থেকে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইডির দাবি, শান্তনুর ছায়াসঙ্গী ছিলেন প্রিয়াঙ্কা। বেশ কয়েকটি কোম্পানি চলত তাঁর নামে। ইডির এই দাবির সঙ্গে সহমত প্রতিবেশিরাও। তাঁদের দাবি, জিরাটের মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে শান্তনু ভালবাসার বিয়ে। পাঁচ বছর বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন প্রিয়াঙ্কা। স্থানীয়দের দাবি টেট দিয়েও চাকরি পাননি প্রিয়াঙ্কা। বরং নিজে আঁকার স্কুল চালাতেন।
শনিবার দিনভর হুগলির বিভিন্ন জায়গায় শান্তনুর সম্পত্তির খোঁজে হানা দেয় ইডি। এই হানার পরেই প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর স্বামী কিছু সম্পত্তির কথা তিনি জানতেন। তবে সবটা নয়। এই প্রসঙ্গে তাঁর দাবি, তিনি পালিয়ে যাননি। বাড়িতেই আছেন। কিন্তু ইডি তাঁকে একবারও ডাকেনি। তাই তিনি যাননি।
ইডির দাবি, প্রমোটারি থেকে হোটেল ব্যবসা, সব জায়গাতেই শান্তনুর ছায়াসঙ্গী প্রিয়াঙ্কা। মূলত স্ত্রীর কথাতেই চলছেন তৃণমূলের প্রাক্তন নেতা। এমনকী প্রিয়াঙ্কার চাকরির জন্য কুন্তলের কাছেও তদ্বির করেছিল। একজনের ছিল সিমের দোকান। অন্যজনের ছিল বুটিকের ব্যবস্থা। শান্তনু ও প্রিয়াঙ্কার উত্থানের পিছনের এই কাহিনি এখনও মুখে মুখে ঘুরছে।