শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ। গ্রেফতার আরও এক তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর গ্রেফতারিতে অবাক প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি ছিলেন, সকলের পাশে দাঁড়ানো এক যুবক।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় বেশ প্রভাবশালী ছিলেন কুন্তল ঘোষ। কিন্তু দানধ্যানেও বেশ পরিচিত ছিলেন তিনি। কুন্তল ঘোষের বাড়ি হুগলির শ্রীপুর এলাকায়। বাবা স্বপন ঘোষ ছিলেন এলাকার সিপিএম নেতা। কুন্তল ছাত্রাবস্থায় রাজনীতি করতেন না। ২০১৬ সালে তৃণমূলে যোগ দেন কুন্তল। শীর্ষ নেতৃত্বের সঙ্গেও ভাল সম্পর্ক ছিল তাঁর। তৃণমূলের যুব সংগঠনের রাজ্য সম্পাদক হন। রাজ্যের হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্বও পান কুন্তল। শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি।
স্থানীয় সূত্রে খবর, ২০১১ সালে ধনেখালিতে একটি বি-এড কলেজ খোলেন তিনি। তবে সেটা অংশীদারি ব্যবস্থা ছিল। ওই কলেজের একাধিক মালিকদের মধ্যে ছিলেন তিনিও।