কারা মারল হাওড়ার (Howrah) আমতার (Amta) বাসিন্দা ছাত্রনেতা আনিস খানকে (Anis Khan)? তারা কোথা থেকে জোগাড় করল পুলিশের উর্দি এবং আগ্নেয়াস্ত্র? কে বা কারা তাদের পাঠিয়েছিল আনিসের বাড়িতে? আনিস হত্যার কারণই বা ঠিক কী?
এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য জুড়ে। পুলিশ জানিয়েছে, তারা আনিসের বাড়িতে যায়নি। অথচ আনিসের দাদা জানান, যে চারজন ব্যক্তি বাড়িতে ঢুকেছিল, তাদের একজনের গায়ে পুলিশের উর্দি ছিল। কাঁধে তারা এবং কোমরে ছিল আগ্নেয়াস্ত্র। ৪-৫ বছরের পুরনো একটি মামলার কথা বলে তারা। আনিস তিনতলার ঘরে ছিলেন। তিনজন সেখানে যায়। মিনিট সাতেক পর নেমে এসে জানায়, 'কাজ শেষ'।
আরও পড়ুন: West Bengal News: পুলিশের পোশাকে ঢুকে ছাদ থেকে ফেলে ছাত্রনেতাকে খুনের অভিযোগ!
এর মধ্যেই মিলেছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে লেখা আনিসের একটি চিঠি। ২০২১ সালের মে মাসের ওই চিঠিতে তিনি প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন। তৃণমূলের কয়েকজন নেতা তাঁকে খুন করতে পারে বলে জানিয়েছেন আনিস।