'দানা' নিয়ে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সারারাত নবান্নে নজরদারি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ লক্ষ ৫৯ হাজার ৮৩৭ জনকে সরানো হয়েছে। রিলিফ ক্যাম্পে রয়েছেন ৮৩ হাজার ৫৮২ জন। নবান্নে থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।
মুখ্যমন্ত্রী রাজ্যের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হেল্পলাইনও খোলা থাকবে। তবুও সবাইকে সতর্ক থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, "এগুলোর তো কোনও নির্দিষ্ট টাইম হয় না। আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্যই সতর্ক থাকতে হবে। প্রভাব এই রাজ্যেও পড়বে। সবচেয়ে দামী হচ্ছে মানুষের জীবন। এই জন্য স্কুলগুলিকে ছুটি দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কথা বলব। যতক্ষণ ল্যান্ডফল না হচ্ছে, মুখ্যসচিবও থাকবে। যারা নবান্নে থাকবেন, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়া হবে।"
নবান্নে হেল্পলাইনও চালু করেছে। নম্বরটি হল, ০৩৩-২২১৪-৩৫২৬ ও ১০৭০ টোল ফ্রি নম্বর চালু করেছে নবান্নে। জেলার সঙ্গে সংযোগ রাখতেই এই হেল্পলাইন নম্বর চালু করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে প্যানিক করতে বারণ করেছেন।