মুখ্যমন্ত্রী কেন নিয়মিত বিধানসভায় থাকেন না? মঙ্গলবার দলের বিধায়কের প্রশ্নের মুখে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে বিধায়ক আব্দুল করিম চৌধুরীর এই প্রশ্নে চরম অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে। যদিও এরপরেই তাঁকে তিরষ্কার করে বসিয়ে দেয় পরিষদীয় বৈঠকে উপস্থিত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
বিধানসভার অধিবেশনগুলিতে উপস্থিতির হার নিয়ে বরাবরই দলীয় বিধায়কদের সতর্ক করে থাকে শাসক দল। মঙ্গলবারও এরকমই এক বৈঠক ডাকা হয়। সেখানেই ইসলামপুরের তৃণমূল বিধায়ক বলেন, 'মুখ্যমন্ত্রী কেন আসেন না? যদি তিন-চার দিন আসতেন, এক ঘণ্টা করেও থাকতেন, তা হলে ভালই হত।' আচমকা এই প্রশ্নে বিড়ম্বনায় পড়ে শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন কানে যেতেই তাঁকে কার্যত ধমকে চুপ করিয়ে দেন উপস্থিত শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন- West Bengal Weather Update: নভেম্বরের শেষ থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের
মঙ্গলবার বিধানসভার অধিবেশন শেষে দলের পরিষদীয় বৈঠকে যোগ দেন তৃণমূলের বিধায়করা। শীতকালীন অধিবেশনের বাকি সময়ে শাসক দলের বিধায়করা কী ভূমিকা নেবেন, তা ব্যাখ্যা করেন তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং শোভনদেব চট্টোপাধ্যায়। তবে কোনও মন্ত্রী বিড়ম্বনায় পড়তে পারেন, এমন কোনও প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে তৃণমূল বিধায়কদের।