গত বছরের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তারপর থেকে একাধিকবার জামিনের আবেদন করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু প্রতিবারই খারিজ করেছে ইডি। ফের পার্থ ‘প্রভাবশালী’ তত্ত্ব খাঁড়া করে জামিনের আবেদন খারিজের প্রসঙ্গে ৫টি যুক্তি দিয়েছে ইডি।
Durgo Rohosyo: যেন বিদ্রুপের নীরব প্রতিবাদ, নিজেকে ভেঙেগড়ে ব্যোমকেশ হিসেবে ক্ষুরধার দেব, দেখুন ট্রেলার
১. জেলে যাওয়ার পর সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন পার্থ, যদিও সেই ফোন তিনি তোলেননি।
২. গ্রেফতারির মেমোতে পার্থকে মুখ্যমন্ত্রীর আত্মীয় বলা হয়েছে।
৩. পার্থ অসুস্থ বলে SSKM-এ ভর্তি হয়েছিলেন।
৪. জেল কোড অনুযায়ী আংটি পরা যায় না , পার্থ তও পড়েছেন।
৫. শুনানির দিন আদালতে নিয়ে আসার সময় পার্থের জন্য পৃথক গাড়ির ব্যবস্থা করা হয়, যা থেকে প্রমাণিত পার্থ প্রভাবশালী।