বঙ্গ বিজেপির তারকাখচিত কোর কমিটিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী। লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পালাদের নাম থাকলেও ঠাঁই হল না প্রাক্তন রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের।
এপ্রিলে রাজ্যসভার সাংসদ পদ থেকে অবসর নিয়েছেন রূপা। একই সঙ্গে অবসর নেওয়া স্বপন দাশগুপ্তের নাম কিন্তু সদ্য প্রকাশিত ২৪ জনের কোর কমিটির তালিকায় রয়েছে। এতেই গেরুয়া শিবিরের সঙ্গে রূপার ‘দূরত্ব’-এর তত্ত্বকে আরও জোরালো করে তুলেছে। যদিও এই বিষয়টি নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন দলের প্রাক্তন সাংসদ। দলীয় সিদ্ধান্তে বিচলিত না হয়ে রূপা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁকে যে দায়িত্ব দেওয়া হবে, সেই দায়িত্বই পালন করবেন তিনি।
Cute animals' video: নিয়ম করে পশু পাখিদের মজাদার ভিডিও দেখেন? ব্যাস! আপনার ভাল থাকা আটকায় কে!
দলীয় সূত্রে খবর, রূপা অনেক দিন ধরেই দলে ততটা ‘সক্রিয়’ নন। দলীয় কর্মসূচিতেও তাঁকে দেখা যায় না বললেই চলে। তিনি দলের জাতীয় কর্মসমিতির সদস্য হলেও চলতি বছরের জুলাই মাসে হায়দরাবাদে কর্মসমিতির বৈঠকে যোগ দেননি। সেই জায়গায় দাঁড়িয়ে কোর কমিটিতে তাঁর স্থান না-পাওয়া খুব একটা অস্বাভাবিক ঠেকছে না দলের একাংশের কাছে।
এক সময় রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতিও ছিলেন রূপা। পরে সেই পদে লকেট এবং অগ্নিমিত্রা এসেছেন। তাঁদের যদি ওই কমিটিতে জায়গা দেওয়া হয়, তা হলে রূপা কেন নন, এমন প্রশ্নও উঠছে।