পুরুলিয়ার (Purulia) ঝালদায় (Jhalda) কংগ্রেস (Congress) কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের ঘটনায় ঝালদার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগানের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন নিহত নেতার স্ত্রী পূর্ণিমা কান্দু।
তপনের দাদা নরেন কান্দু এবং ভাইপো দীপক কান্দু-সহ কয়েক জন তৃণমূল নেতার কথাও পুলিশ সুপারকে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর ফলে ঝালদার কাউন্সিলর হত্যা মামলায় নতুন মোড় এল।
এসপি-কে লেখা চিঠিতে পূর্ণিমা অভিযোগ করেছেন, পুর নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তৃণমূলে (TMC) যোগ দেওয়ার জন্য তাঁর স্বামীকে এবং তাঁকে চাপ দিচ্ছিলেন ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁদের ভয় দেখানো হয় বলেও অভিযোগ। ওই অভিযোগপত্রে আইসি-র পাশাপাশি তপনের দাদা নরেন এবং ভাইপো দীপক-সহ কয়েক জন তৃণমূল নেতার বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন পূর্ণিমা। ওই অভিযোগপত্রটি যাতে এফআইআর হিসাবে দেখা হয় সেই আবেদনও করেছেন পূর্ণিমা।
আরও পড়ুন: Adhir Chowdhury: 'বাংলায় অরাজকতা চলছে'!, লোকসভায় সরব অধীর, সমর্থন সনিয়ার
রবিবার রাতে গুলি করে খুন করা হয় ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপনকে। ওই ঘটনাকে কেন্দ্র করে আপাতত তোলপাড় চলছে রাজ্য জুড়ে।