স্ত্রীকে কুপিয়ে খুনের (Wife allegedly killed by her husband) অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মৃতের নাম অলকা দাস (২৭) । নদিয়ার (Nadia Crime News) রানাঘাট থানার পায়রাডাঙ্গা বাজারপাড়ার এলাকার ঘটনা । ঘটনার পর অভিযুক্ত স্বামী সঞ্জিত দাসকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বছর ছয়েক আগে অসমের বাসিন্দা অলকা দাসের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় পায়রাডাঙ্গা বাজারপাড়ার সঞ্জিত দাসের । তাদের দু'বছরের একটি পুত্র সন্তান রয়েছে । জানা গিয়েছে, বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত । অলকা বেশিরভাগ সময় মোবাইলে ব্যস্ত থাকতেন বলে অভিযোগ । স্ত্রীয়ের অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন সঞ্জিত । এই নিয়ে বেশ কয়েকবার স্থানীয় পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে নালিশ জানিয়েছেন উভয় পক্ষই ।
আরও পড়ুন, Rujira Banerjee : অভিষেকের স্ত্রী রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট
শুক্রবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চরমে ওঠে । সেইসময় দু বছরের ছেলের সামনে নৃশংসভাবে দা দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপায় সঞ্জিত । অলকার চিৎকার শুনতে পেয়ে ঘুম ভেঙে যায় পরিবারের অন্যান্যদের । তাঁরা ঘরের দরজা ভেঙে দেখে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে অলকা । সেইময় সঞ্জিতও ঘরেই ছিল ।
ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় স্থানীয়রা । পুলিশ অলকার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এদিন, রাতেই স্বামী সঞ্জিতকে গ্রেফতার করে পুলিশ ।