ঘর থেকে স্বামীর নিথর দেহের পাশেই দিব্যি ঘুমাচ্ছিলেন স্ত্রী। ডেকে তোলার পরেও চোখমুখ নির্লিপ্ত! সন্দেহ হয় প্রতিবেশীদের। শেষমেশ পুলিশি জেরার মুখে স্ত্রীর স্বীকারোক্তি, স্বামীর ‘বিকৃত যৌন চাহিদা’য় অতিষ্ঠ হয়ে তাঁকে খুন করেছেন তিনি! মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার সিতানগর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম বাবু শেখ (৪৫)। স্ত্রী মর্জিনা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই বাবুর পরিবারে অশান্তি চলছে। স্ত্রীকে মারধর করে বাপেরবাড়ি পাঠিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে স্বামীর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করেছেন মর্জিনা।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মর্জিনাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করায় সময় তিনি সব স্বীকার করে নিয়েছেন।