স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ধরে ফেলেই, আক্রান্ত হতে হল দক্ষিণ ২৪ পরগণার পেশায় রিকশাচালক গণেশ বৈদ্যকে। বছর ৩৫ এর যুবকের অভিযোগ, স্ত্রীর অন্য সম্পর্কের কথা জানতে পেরে যাওয়ায় তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ১১ বছর আগে তাঁদের বিয়ে হয়, রয়েছে একটি কন্যা সন্তানও।
PM Narendra Modi: প্রধানমন্ত্রীকে ভগবান কৃষ্ণের সঙ্গে তুলনা রাজ্যপালের, শুরু তুমুল বিতর্ক
গণেশের দাবি, কদিন ধরেই স্ত্রীয়ের ফোন ব্যস্ত পেতেন। এর জের ধরেই অভিযুক্ত লীলা বৈদ্যর ফোনের কথা 'রেকর্ড' করে সত্যি জানতে পারেন গণেশ। কদিন ধরে স্ত্রী আলাদা থাকছিলেন। স্বামীকে এক আত্মীয়ের বাড়িতে ডেকে নিয়ে গিয়েই, প্রেমিকের সঙ্গে তাঁকে আঘাত করা হয় বলে অভিযোগ। এরপরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন গণেশ।