পাকাপাকিভাবে শীত এখনও জাঁকিয়ে না বসলেও ভোরের দিকে এবং রাতে বেশ শিরশিরানি অনুভব করা যাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গে শীত আসতে এখনও কিছুটা সময় লাগবে। কিন্তু শীতের আমেজের সঙ্গে মনোরম পরিবেশ, সকালে কুয়াশা এখন থেকেই উপভোগ করছে বঙ্গবাসী। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার কাছে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলি যেমন তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
কলকাতায় মঙ্গলবার সর্ব নিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঠান্ডা ঠান্ডা, বেলা বাড়তেই রোদের তেজ বাড়বে তিলোত্তমায়।