রোদের প্রখর তেজ। আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অসুস্থ হয়ে পড়লেন দু'জন। একজন ক্লাস ফাইভের ছাত্রী মুসকান পারভিন। অন্যজন এক বৃদ্ধ। ঘটনাটি চোখ এড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বক্তৃতা থামিয়ে সামনে চলে যান মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে জলের বোতল নিয়ে ছুঁড়ে দেন দাঁড়িয়ে থাকা কর্মীদের উদ্দেশে। নির্দেশ দেন, যাতে এখনও ডাক্তার দেখিয়ে নেওয়া হয় তাঁদের। এরপর মঞ্চে ডেকে দুজনকেই চাদর উপহার দেন মুখ্যমন্ত্রী।
এদিন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড (Parade Ground, Alipurduar) মাঠে সকাল থেকেই মাথায় চড়া রোদ নিয়ে হাজির হন কর্মী সমর্থকরা। মঞ্চ থেকে যখন বিরোধীদের উদ্দেশ্যে একের পর এক আক্রমণ করছেন, সেই সময়ই ঘটনাটি ঘটে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে জানান, 'প্রবল গরম ও রোদে ডিহাইড্রেশনের জন্য এমন হতে পারে।' তারপরই দ্রুত নিজের বক্তব্য শেষ করে দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বয়স-কে বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতলেন কালনার অনিমা তালুকদার
তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি দলীয় কর্মসূচিও আছে তাঁর। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসার আগে পৃথক কোচ-কামতাপুর রাজ্যের দাবি তুলেছে কেএলও। সেই নিয়েও এদিন আলিপুরদুয়ারের সভা থেকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।