পারিবারিক অশান্তির জেরে বৌদিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের (Bhangar ) মাধবপুর এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশ। মৃত ওই মহিলার নাম জাহানারা বিবি।
প্রায় ১৩ বছর আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার চম্পাহাটির বাসিন্দা ওই মহিলার বিয়ে হয় ভাঙড়ের আনোয়ার আলী মোল্লার সঙ্গে। তাঁদের চার সন্তান রয়েছে। জানা গিয়েছে, বিদ্যুতের তার টাঙানোকে কেন্দ্র করে জাহানারার সঙ্গে অশান্তি হয় তাঁর দেওরের। তা চরমে পৌঁছতেই আচমকা ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করেন যুবক।
আরও পড়ুন - হাওড়ার পাঁচলায় কাগজ কলে আগুন, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
তড়িঘড়ি আহতকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জাহানারাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের পেছনে অন্য কোনও রহস্য আছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।